Monday, August 18, 2014

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও এর প্রেক্ষাপট


১৯৭১ সালে সংঘঠিত তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ করে একটি স্বাধীন দেশ ‘বাংলাদেশ’। এই স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল ১৯৪৭ সালে পাক-ভারত বিভক্তির পর পরই। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় উপমহাদেশ স্বাধীন হয়ে জন্ম নেয় ভারত ও পাকিস্তান রাষ্ট্রের। মুসলিম অধ্যুষিত এলাকা নিয়ে গঠিত হয় পাকিস্তান এবং হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হয় ভরত। নবগঠিত রাষ্ট্র পাকিস্তান দুই হাজার মাইলের ব্যবধানে অবস্থিত দুটি প্রদেশের সমন্বয়ে গঠিত হয় - পূর্ব পাকিস্তান (বর্তমানে বাংলাদেশ) ও পশ্চিম পাকিস্তান। ভৌগোলিক ও সাংস্কৃতিক দিক দিয়ে বিস্তর পার্থক্য থাকলেও মিল ছিল কেবল সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মে। পাকিস্তান সৃষ্টির পর হতেই পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠী পূর্ব পাকিস্তানের জনগণের সাথে বিমাতাসূলত আচরণ করতে থাকে। স্বাধীন হওয়ার পূর্বে পাকিস্তানের ২৩ বছরের শাসন ছিল কেবলমাত্র শোষণ আর বঞ্চনার ইতিহাস।

Monday, August 4, 2014

সাহানার স্বপ্ন

হাসপাতালের বারান্দায় অনেক লোকের জটলা। নার্সদের ছোটাছুটি একজন রোগীকে কেন্দ্র করে। ভদ্রলোক নিজে হাসপাতালের এমার্জেন্সীতে এসেই ঢলে পড়ে যান। নার্সরা ধরাধরি করে দ্রুত এমার্জেন্সীতে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে পুরুষ ওয়ার্ডে। অচেতন হয়ে আছেন বিছানায়। নার্স রুমা ভদ্রলোকের মাথার কাছে দাঁড়িয়ে কপাল টিপছে, চুলে হাত বুলাচ্ছে। রোগীর সাথে নিকট আত্মীয় কেউ নেই। নিজে একাই এসেছে। রোগীটি রুমার কাছে অনেক পুরনো। এর আগেও বেশ ক’বার এসেছে। রুমাকে নিজের বোন মনে করে রোগীটি। প্রথমবার যখন এখানে জ্বর নিয়ে এসে ভর্তি হয় তখন থেকেই তার সাথে এমন সখ্যতা।
ডা. সাহানা পুরুষ ওয়ার্ডের পাশ দিয়ে যাচ্ছিলেন। নিজ কামরায় ঢুকে ডেকে পাঠান নার্স রুমাকে। নতুন রোগীর মাথায় হাত বুলানো নিয়ে প্রশ্ন করে। রুমা বলে, ম্যাডাম এই রোগীর সাথে কোন আত্মীয় স্বজন কেউ নেই। আর কখনোই আসে না।
-তার মানে এই রোগী কি এর আগেও এখানে এসেছিল না-কি?
-জ্বি ম্যাডাম। এর আগে চারবার এসেছিলেন। প্রতিবারই এই হাসপাতালেই উনি আসেন। সুস্থ হয়েই ফিরে যান।